Awami League election poster_2008
Awami League election poster_2008

সেনা শাসিত তত্ত্বাবধায়কের আমল শেষে দেশে যখন নির্বাচনের হাওয়া বইছিলো, তখন নানা সমীকরণে এগিয়ে ছিল আওয়ামী লীগ। এর একটি কারন কেননা ঠিক পূর্ববর্তী আমলে খালেদা-নিজামীর সরকারের কুকীর্তির কথাই মানুষের মনে ছিল তাই।

আর নির্বাচনের আগে বিরোধী পক্ষকে দোষারোপ করে তাদের ভোট কমানোর পুরানো অভ্যাসটা ২০০৮-এ আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই কাজে লাগিয়েছিল। তারই একটি নমুনা এই পোস্টার। সম্ভবতঃ কমলাপুর রেল স্টেশনে তুলেছিলাম ছবিটি। দাম সংক্রান্ত এই তথ্যগুলো যাচাই করা হয়নি। তবে যতটুকু বুঝতে পেরেছি তা হলো আওয়ামী লীগ দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার কোন একটা তরিকা হাতে পেয়েছিল অথবা মানুষকে মিথ্যা ভাষনে খুশি করার চেষ্টায় লিপ্ত ছিল।

তবে বাস্তবতা বলছে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর এই দূর্গন্ধের মাছ ঢাকতে তারা বেতন বাড়ানোর শাক ব্যবহার করেছে। নানা তুঘলকি পরিসংখ্যান দেখিয়ে তারা প্রমাণ করতে চাইছে যে এদেশের মানুষের আয় বেড়েছে, সুতরাং দাম বেশি হলেও ক্ষতি নেই!

Advertisements